ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধিঃ
আজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় প্রতাপ কলেজ মাঠ প্রাঙ্গণে উনুষ্ঠিত হল এক বিশাল ফুটবল প্রতিযোগিতা। উক্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লাপাড়া থানা ৩ নং উধুনিয়া ইউনিয়নে মহেশপুর বনাম তেলীপাড়া, অদ্য বিকাল তিন ঘটিকার সময় প্রতাপ ঐতিহ্যবাহী কলেজ মাঠ প্রাঙ্গণে খেলাটি সুরু হয়, দীর্ঘ ৯০ মিনিট ধরে বাঘে সিংহে লড়াই করে অবশেষে মহেশপুর দল – তেলীপাড়া দলকে ২ গোলে পরাজিত করে বিজয়ের মালা ছিনিয়ে নেয়, খেলাটি দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়।