ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বেচ্ছাশ্রম এবং স্থানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এর সার্বিক সহযোগিতায় রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।
আজ শনিবার (০৭ নভেম্বর’২০ইং) সকাল হতে উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের গাছপাড়া মরহুম কাশেম হাজী সাহেবের বাড়ি হতে নলসোন্দা-লক্ষীকোলা-চরলক্ষীকোলা -বোস্তানপাড়া কবরস্থান ভায়া ইকরা হিফজুল কোরআন মাদ্রাসা পর্যন্ত কোনপ্রকার রাস্তা না থাকার কারণে ইকরা হিফজুল মাদ্রাসায় কোমলমতি ছাত্রদের যাওয়া-আসা, বিশেষ করে উক্ত কবরস্থানে নলসোন্দা সহ পার্শ্ববর্তী ৪টি গ্রামের মানুষ তাদের প্রিয়জনের দাফন কার্য সম্পন্ন করতে মাইয়্যাত (লাশ) সহ খাটিয়া বহন এবং জানাযায় আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের শতাধিক বছরের অবর্ণনীয় দুর্ভোগ দূরীকরণে স্থানীয় তরুণদের উদ্যোগে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তা নির্মাণ কাজ শুরু করেছেন।
নলসোন্দা গ্রামের উত্তর-পশ্চিম শেষাংশে বোস্তানপাড়া সংলগ্ন কবরস্থান হতে মরহুম কাশেম হাজী সাহেবের বাড়ি লাগোয়া সরকারি রাস্তার দূরত্ব প্রায় ৫০০ মিটার।মাঝখানের পুরো জমি ব্যক্তি মালিকানা হওয়ায় পূর্বেও এলাকাবাসী তাদের এই দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করলেও কতিপয় জমি মালিকের তীব্র আপত্তির মুখে তাদের সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি।
এ পরিস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এলাকাবাসীর দীর্ঘ দিনের সমস্যা টি সম্পর্কে স্থানীয় সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এবং মাননীয় এম,পি তানভীর ইমাম (৬৪-সিরাজগঞ্জ-০৪) মহোদয়ের রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার শওকাত ওসমান কে অবহিত করলে তিনি সমস্যা টি সমাধানে স্থানীয় জনমতের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন সরকার ইচ্ছে করলেই কারো ব্যক্তিমালিকানা জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করতে পারে না।তবে এলাকাবাসী ঐক্যমতের ভিত্তিতে জায়গার বিষয়টি নিশ্চিত করলে তিনি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ এবং পাকাকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন মর্মে এলাকাবাসী কে নিশ্চিত করেছেন।সেইসাথে ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এও বলেন কোন অতীব জনগুরুত্বপূর্ণ রাস্তা বিবেচনায় এলাকাবাসীর এই দুর্ভোগ নিরসনে প্রয়োজনে তিনি সরকারি বিধি মোতাবেক রাস্তা টি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী আবু সাঈদ মিয়া,আলহাজ্ব গাজী রওশন আলী,স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, আব্দুর রউফ মেম্বর,স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মশিউল আজম বকুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন, স্থানীয় সংবাদ কর্মী কামাল পারভেজ হাইস্কুল শিক্ষক আবু তাহের মিয়া,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশে কর্মরত রফিক ইসলাম, ওমর ফারুক মাস্টার, মোহাম্মদ আলী মেম্বর,ময়নুল হক সরদার,মোক্তার হোসন মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন সহ এলাবাসী তাদের শতবছরেরও বেশি সময়ের এই স্থানীয় সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন