ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া
সিরাজগঞ্জের উল্লাপাড়ার নেওয়ার গাছা গ্রামে অভিনব কায়দায় বোরকা পড়ে ব্যবসায়িকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷শনিবার(২১ নভেম্বর) রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বেলাল হোসেন(৫০) মারা যান।নিহত বেলাল হোসেন নেওয়ার গাছা গ্রামের মৃতঃ জয়নাল আবেদিনের ছেলে।
নেওয়ার গাছা গ্রামের মোঃ আইয়ুব আলী বলেন,শুক্রবার (২০ নভেম্বর নিহত বেলাল হোসেন মোকাম থেকে বিকেলে তার নিজ বাড়িতে আসেন।এর পর সন্ধার দিকে তার বাড়ির পাশে চা খাওয়ার জন্য বের হন।পরে রাত ৮ টার দিকে চা খেয়ে বাড়ির দিকে রওনা হলে একটা ফাকা নির্জন জায়গায় ৩ জন বোরকা পড়িহিত অবস্থায় তাকে লোহার রড দিয়ে পিটাতে থাকে।বেলাল হোসেনের চিতকারে এলাকাবাসী ছুটে এলে বোরকা পড়া ৩ জন দৌড়ে পালিয়ে যায়।আইয়ুব আলী আরো বলেন,গুরুতর অবস্থায় প্রথমে তাকে উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে বেলাল হোসেন কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসিটালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২ টার দিকে বেলাল হোসেন মারা যান।নিহত বেলাল হোসেনের ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস ও এস.আই হাফিজুর রহমান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।নিহতের শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।লাশ এখন ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত মামলা দায়ের করেনি।তবে তাদের মামলা করার জন্য বলা হয়েছে