তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ নভেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ,দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও তাড়াশ বাজার বণিক সমিতির সভাপতি এস এম আব্দুর রাজ্জাক, বিআরডিবি’র চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, অন্যান্য সাংবাদিকবৃন্দ, হোটেল মালিক, দোকান মালিকসহ বিভিন্ন পর্যায়ের ভোক্তা বৃন্দ।