গোলাম মোস্তফা
করোনাভাইরাস পরিস্থিতে তাড়াশে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শিক্ষা-স্বাস্থ্য-কৃষি ও পল্লী উন্নয়ন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম, ম, আমজাদ হোসেন মিলন সংস্থা কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিবন্ধিদের হাতে এসব তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম মনিরুজ্জামান, আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক উপাধ্যক্ষ মীর ডেইজী মিলন, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু বক্কার সিদ্দিক, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ।