ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলঙ্গায় মহাসড়কের পাশ থেকে এক পেয়াজ ব্যাবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৭ই নভেম্বর) ভোর রাতে সলঙ্গা থানার পাটধারী বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশ থেকে নাটোর জেলার লক্ষিপুর থানার নলডাঙ্গা গ্রামের মৃত তমিজ উদ্দিন সরদারের ছেলে নুর মোহাম্মাদ(৩৮) নামের এক পেয়াজ ব্যববসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়,সোমবার রাত ১০টার দিকে নাটোর থেকে ৩৬ বস্তা পেঁয়াজ নিয়ে নুর মোহাম্মাদ ও সামছুল হক পাবনার উদ্দেশ্য একটি ট্রাক নিয়ে যাওয়ার মাঝ পথে ট্রাকে অবস্থানরত দুর্বৃত্তরা তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন দিতে বলে। তারা না দেওয়ায় তাদের প্রচুর মারধর করে এতে ট্রাকের ভিতরে নুর মোহাম্মাদের মৃত্যু হয় গুরুতর আহত হন সামছুল হক।পরে তাদের রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সলংগা থানায় নিহত নুর মোহাম্মদের শ্যালক জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত)ওসি হুমায়ুন কবির জানান, পেঁয়াজবাহী ট্রাকটি উদ্ধার ও দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে