গুরুদাসপুর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে ২০১৯-২০ অর্থবছরের কর্মজীবি দুগ্ধদায়ী ও গর্ভবতী মায়েদের নিয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে হেল্থ ক্যাম্প বিষয়ক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি মা ও সন্তান যেন অভুক্ত না থাকে সেজন্য উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আকতার লিপি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন প্রমুখ।হেল্থ ক্যাম্পে মেডিকেল অফিসার ডা. সঞ্চিতা রানী সরকারের নেতৃত্বে শতাধিক দুগ্ধদায়ী ও গর্ভবতী কর্মজীবি মাকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় উপজেলা তথ্য আপা মোছা. সালমা খাতুন ও সুর্যের হাসি ক্লিনিকের সেবিকারা সার্বিক চিকিৎসা সহযোগিতা দেন।#