লুৎফর রহমান তাড়াশ : তাড়াশে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সেবা নিশ্চিতকল্পে পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপি বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, গ্রাম আদালতের এখতিয়ার বর্হিভূত কোন মামলা যাতে গ্রহণ করা না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে জমি জমা মামলা নেওয়ার ক্ষেত্রে। প্রশিক্ষণের বিষয়গুলো যথাযথ ভাবে গ্রহণ করার জন্য প্রশিক্ষনার্থীদের আহবান জানিয়ে প্রশিক্ষণ শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়।প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং গ্রাম আদালত সহকারীসহ মোট ২৮ জন অংশগ্রহণ করেন।