সাব্বির আহম্মেদ : সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে আবু বক্কার মন্ডল (৫৭) নামের এক ব্যাক্তিতে থানা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোরে তাকে বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই ব্যাক্তিকে গ্রেফতার করার বিষয়টি তাড়াশ থানার ওসি মোঃ ফজলে আশিক নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আবু বক্কার বিনসাড়া গ্রামের জুলমত আলীর ছেলে । থানা পুলিশ সুত্রে জানা গেছে, আবু বক্কার মন্ডল গত রোববার দুপুরে বিনসাড়া বাজারে একটি হোটেলে বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের কটুক্তি করেন। এ সময় বারুহাঁস ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে তাকেও গালাগাল করে হুমকি দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পরে রোববার রাতে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরই প্রেক্ষিতে ভোরে পুলিশ অভিযান চালিয়ে আবু বক্কার মন্ডলকে গ্রেফতার করেন।এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, গ্রেফতারকৃত আবু বক্কার মন্ডলকে আদালতের মাধ্যমে সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।