স্টাফ রিপোর্টার : বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগে যখন সড়কের পাশে তালবীজ রোপন করা হচ্ছে। তখনও তাড়াশের ভোগলমাল চারমাথা-গুড়পিপুল গ্রামীণ সড়কের তাছগাছ কেটে বিক্রি করার পায়তারা করছে দূর্বৃত্তরা।
সরেজমিনে দেখা যায়, ঐ সড়কের মাঝামাঝি স্থানের দুইটি তালগাছের পাতা ও কান্ড কেটে ফেলেছে। শুধু তাই নয়, গোড়ার মাটি সরিয়ে পুরো গাছ কাটার পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে! নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েজন বলেন, ভোগলমাল চারমাথা-গুড়পিপুল গ্রামীণ সড়কে ছোট-বড় বেশকিছু তালগাছ ছিলো। বেশিরভাগ গাছ দূর্বৃত্তরা রাতের অন্ধকারে কেটে বিক্রি করে দিয়েছে। এ প্রসঙ্গে দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, দেশিগ্রাম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মুস্তাগীর কবির, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, সড়কের তালগাছ কোনভাবেই দূর্বৃত্তদের কাটতে দেওয়া হবেনা। সরেজমিনে দেখে নিয়মানুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।