ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া ২ নং বাঙালা ইউনিয়ন প্রতাপ হাটে সোমবার দুপুরে নামাজ শেষে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, উক্ত প্রতিবাদ সভায় কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ সকল ইসলামী তৌহিদি জনতা উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন।
যোহরের নামাজ শেষে প্রতাপ বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ প্রতিবাদ সভা সুরু হয়ে হাটের চতুর্পাশে ঘুরে আবার মসজিদের সামনে এসে থামে। উক্ত সভায় ওলামায়েদীন উপস্থিত থেকে ফ্রান্সের বিরুদ্ধে অনেক গুরুত্বপুর্ন বক্তব্য পেশ করেন, বক্তারা বলেন ফ্রান্সের সকল পন্য বর্জন করুন, ফ্রান্সকে না বলুন, কেননা রসুল(সাঃ)এর সন্মানের প্রতি তারা আঘাত করছে। পৃথিবীর সকল মাকলুকের নবী ও রাসুল, সকল মুসলমানদের অন্তরের একমাত্র ভরসা। রসুলুল্লাহ (সাঃ)কে যারা অপমান করবে বা ব্যাঙ্গ করবে তাদেরকে কোনক্রমেই ছার দেয়া হবে না।