লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান জমিতে ধান কাটাকে কেন্দ্র করে ভাইয়ে- ভাইয়ে সংঘর্ষে রড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই মারাত্মক আহত হয়েছে। মূমুর্ষ অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতারে স্থানান্তর করা হয়েছে।এলাকাবাসী সুত্রে জানা যায় শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আরংগাইল গ্রামের মৃত চাঁদ আলীর ৩ ছেলে আবু সাঈদ, আব্দুর রহিম ও রফিকুল ইসলাম। তাদের মধ্যে পৈত্তিক ৪২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি রফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে চাষ আবাদ করে আসছে। চলতি মৌসুমেও সে জমিতে ধান চাষ করেছে।
সকাল ৬ টার দিকে আবু সাঈদ তার দুই ছেলে মহব্বত ও মমিনকে নিয়ে জোড়- জবর দখর করে ধান কাটতে যায়। এ সময় ধান কাটার খবর পেয়ে ছোট ভাই রফিকুল ও মেজ ভাই আব্দুর রহিম জমির ধান কাটতে বাধা দিলে বড় ভাই আবু সাঈদ ও তার দুই ছেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলার শিকার আব্দুর রহিম মাথায় গুরত্বর আঘাত পান।এ রিপোর্ট লেখা পর্যন্ত তাড়াশ থানায় মামলার প্রস্তুতি চলছিল।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আসিক বলেন কেই অভিযোগ করেনি।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্
চলনবিল বার্তা chalonbeelbarta.com