তাড়াশে ঘুষ নিয়েও কাজ করেননি

Spread the love

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো: আখতার হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধাইনগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো: আখতার হোসেন জমি খারিজ করে দেওয়ার নামে মাধাইনগর ইউনিয়ের বেত্রাশীন (বড়পুকুর) গ্রামের মো: ময়াজ উদ্দিন প্রামানিকের নিকট থেকে ৪২ হাজার টাকা নিয়েছে।জমির পরিমাণ ১ একর ৫ শতক, মৌজা কাস্তা, জেল নং ১১৯, খতিয়ান ১৬১, ১৪০, ৫৪, ১১২ ও ১১২ দাগ নং: ৩৯৬, ১০৭, ১১৩, ১১৪, ২০৮, ১৭০। জমি খারিজ না করে দিয়েই তিনি কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়ন ভুমি অফিসে বদলী নিয়ে চলে যান।
ভূক্তভোগী মো: ময়াজ উদ্দিন প্রামানিক বলেন, ওয়াশিন ভুমি অফিসের নায়েব আকতারকে জমি খারিজ করার জন্য কয়েক বার মিলে ৪২ হাজার টাকা দেই। টাকা দেওয়ার পর ২ বছর ধরে আমি ওই নায়েব সাহেবের কাছে ঘুরেছি। তিনি আমাকে আজ করে দিবে, কাল করে দিবে বলে খারিজ না করে দিয়ে তিনি অন্যত্র বদলী নিয়ে চলে যান।এ বিষয়ে মাধাইনগর ইউনিয়নের সাবেক সহকারী ভূমি কর্মকর্তা মো: আখতার হোসেন বলেন, আমি কারো কাছ থেকে কোন টাকা নেইনি।মাধাইনগর ইউনিয়নের বর্তমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জহরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়াবদুল্লাহ বলেন, জরুরী ভিত্তিত্তে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD