সিঙ্গাপুরে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

Spread the love

চলনবিল বার্তা ডেস্ক : প্রথমবারের মতো এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিঙ্গাপুর প্রবাসী ওই বাংলাদেশির শরীরে এ ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে রোববার জানিয়েছে দ্য স্ট্রেইট টাইমস। চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশির প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেল।

 

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩৯ বছর বয়সী ওই প্রবাসী বাংলাদেশির শরীরে প্রথম এ ভাইরাসের লক্ষণ পাওয়া যায় গত ১ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি তিনি একটি ক্লিনিকে চিকিৎসকের শরণাপন্ন হন। ৫ ফেব্রুয়ারি তিনি ভর্তি হন চাংজি জেনারেল হাসপাতালে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি। ওই বাংলাদেশি ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে বসবাস করছেন। স্ট্রেইট টাইমস জানায়, সিঙ্গাপুরেই অন্যকারও মাধ্যমে ওই বাংলাদেশির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরে সব মিলিয়ে এক লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছে। সিঙ্গাপুর সরকারের বিবৃতিতে দেশটিতে নতুন করে তিনজনকে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করার কথা জানানো হয়। এ তিনজনের মধ্যে ওই বাংলাদেশিও রয়েছেন। তবে তাদের কারও সম্প্রতি বা এর আগে চীন সফরের কোনো প্রমাণ মেলেনি।

 

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে সিঙ্গাপুরে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩। তাদের মধ্যে রোববার চারজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। করোনাভাইরাসে রোববার চীনে আরও ৮৯ জনসহ মোট ৮১৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র:  ইত্তেফাক

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD