বড়াইগ্রামে যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

Spread the love

সাঈদ সিদ্দিক: ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও যৌন সহিংসতা রোধের দাবীতে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘যৌন আক্রমণ আর না’ এ প্রতিপাদ্যে আহম্মেদপুর সোস্যাল এডভান্সমেন্ট ফর পিপল্স লিবারেল এজেন্সী (শাপলা) ও আহম্মেদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ঢাকা-রাজশাহী মহাসড়কের আহম্মেদপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন আহম্মেদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনকালে বেসরকারী সংস্থা শাপলা’র প্রধান নির্বাহী ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোররমের জেলা সভাপতি এ জেড এম আশরাফুজ্জামান, আহম্মেদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসহাক আলী মন্ডল, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন ও দেবাশীষ বিশ্বাস বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণের পাশাপাশি ধর্ষণের পর হত্যার ঘটনা বৃদ্ধিতে কন্যা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকেরা। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ধর্ষণ ও যৌন সহিংসতায় দায়ীদের দমনের মাধ্যমে নারী ও শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করার দাবী জানান তারা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD