নিমগাছি প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ২ নং ওয়ার্ডের বেশ কয়েকবার নির্বাচিত সাবেক মেম্বর সাইফুল ইসলাম মুকুল আর নেই। গত শনিবার তার গ্রামের বাড়ী শ্রীরামপুরের বাসায় ষ্ট্রোকে আক্রান্ত হলে বেলা তিনটায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথে গাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। ( ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই ভাই, চার বোনসহ বহু আত্মীয়- স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতা কর্মী সহ সবাই শোকে মূহ্যমান হয়ে পড়েন। শেষ দেখা দেখতে তার বাড়ীতে হাজারো মানুষের ভীড় জমে যায়। রাত সাড়ে নয়টায় গ্রামের প্রাইমারী স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তৎপূর্বে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, নিমগাছি অনার্স কলেজ অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সম্পাদক ফেরদৌস আলম সরকার তালেব, ড্যাফোডিল কিন্ডার গার্টেন অধ্যক্ষ আব্দুল কুদ্দুস মন্ডল, ওয়ার্ড মেম্বর তছির উদ্দীন প্রমূখ। পরে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয় ।