ভাঙ্গুড়ায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান

Spread the love


ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন বলেছেন ‘আগামী নির্বাচনে শান্তির দূত, উন্নয়নের ধারক ও মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। সরকারের ১০ বছরের শাসনামলে দেশে বিদ্যুৎ উৎপাদন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। কৃষক সহজেই সার পাচ্ছে। মানুষ পেট পুরে খেতে পাচ্ছে। তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ অব্যহত থাকায় মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারছে ।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বিকালে পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এমপি মকবুল হোসেন আওয়ামীলীগ সরকারের আমলে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরেন। পৌরশহরের ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত কর্মীসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল কালুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ওসমান গনি, ডেমরা ইউপি চেয়ারম্যান মাফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলার রহমান প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD