আব্দুস সালাম : চলনবিলের তাড়াশ উপজেলায় ডাকাতির ঘটনায় চুরির মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তালম ইউনিয়নের মানিকচাপর গ্রামে। ওই গ্রামের কৃষক শাহাদৎ হোসেন বলেন, ১২ সেপ্টেম্বর গভীর রাতে ৭-৮ জনের ডাকাত দল আমার বাড়িতে এসে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে রেখে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় গ্রামবাসীর সহযোগিতায় একই উপজেলার বিনসাড়া গ্রামের আক্কাস আলী নামক ১ ডাকাতকে আটক করে পুলিশেও দেয়া হয়। এ ব্যাপারে ১৩ সেপ্টেম্বও সকালে আমরা তাড়াশ থানায় লিখিত এজাহার দায়ের করলেও পরে পুলিশ আমাদের থানায় ডেকে নিয়ে এজাহার থেকে ডাকাতি শব্দ বাদ দিয়ে নতুন করে এজাহার লিখিয়ে নেয়। আমরা আপত্তি জানালে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান আমাদেরকে আইনের নানান ধারা ও ভয়ভীতি দেখিয়ে শেষ পর্যন্ত চুরি মামলা রেকর্ড করেন। মামলা নং-১৩, ধারা ৪৫৭/৩৮০ দ: বি: তারিখ ১৩.০৯.১৮ইং। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান কথা বলতে চাননি।