চলনবিল বার্তা ডেস্ক : তাড়াশ উপজেলার বিনোদপুর গ্রামে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ সরকারি করা হয়েছে।
এ বিষয়ে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ খবর প্রকাশ হলে তাড়াশ উপজেলার বিনোদপুর বাজারসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সেই সাথে অবহেলিত চলনবিল এলাকার ঐতিহ্যবাহী ওই কলেজটি সরকারি করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড. হোসেন মনছুর ও সদস্য সচিব মোক্তার হোসেন মুক্তাকে এলাকাবাসী প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। বিশেষ উল্লেখ্য, তাড়াশের ইতিহাসে এটাই প্রথম সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। সেজন্য চলনবিল তথা তাড়াশের কৃতি সন্তান ড. হোসেন মনসুর চির স্মরণীয় হয়ে থাকবেন। তার জন্য তাড়াশবাসীর শুভ কামনা।