সিংড়া প্রতিনিধি : চলনবিলস্থ সিংড়ার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে সবুজ বাহিনীর হামলার শিকার হয়েছে কৃষক আব্দুল মজিদ ও তার মেয়ে আফরোজা। হামলার শিকার হয়ে চিকিৎসা শেষে গ্রামে ফিরতে পারেনি তারা। অপরন্তু মামলা করে পালিয়ে বেড়াচ্ছে আব্দুল মজিদের পরিবার। শুধু মজিদ নয় সবুজ বাহিনীর হুমকিতে এলাকায় থাকতে পারছে না অনেকে। আসামীরা এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়ালে ও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
এলাকাবাসি জানিয়েছে, সবুজ এলাকায় চাঁদাবাজি,মারপিট জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। কিন্তু অর্থের বিনিময়ে কিছু নেতা ও পুলিশকে ম্যানেজ করে এলাকায় দাপট দেখাচ্ছে। জানা যায়, সবুজ,শাকিল, এনামুল সোহাগ,আলআমিন,ফজলু এদের নেতৃত্বে ১৬ আগষ্ট স্কুল থেকে বাড়ি ফিরে খেলার সময় ধরে নিয়ে গিয়ে ১২ বছরের মেয়ে আফরোজাকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। এক পর্যায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তার গলা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে জখম করে ফেলে রেখে যায়। আফরোজা ৫ম শ্রেনীর ছাত্রী। পরে এ বিষয়ে সিংড়া থানায় আফরোজার পিতা আব্দুল মজিদ বাদী হয়ে একটি অভিযোগ করেন। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ এসেছে, তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তবে আসামীরা পলাতক রয়েছে। ধরার চেষ্টা চলছে।