ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় মাদক ব্যবসায়ীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামের মৃত নওশের আলী প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত মজিদ উদ্দীনের ছেলে সি আর মামলার পলাতক আসামি মতিউর রহমান (৫০)। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে গত বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এ সময় মাদক ব্যবসায়ী শহিদুলের দেহ তল্লাশী করে ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি শাহিন কামাল বলেন, বৃহস্পতিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।