শাহজাহান সাংবাদিক : হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের কোটি টাকার সরকারী জায়গা প্রভাবশালীদের দখলে চলে গেছে । জায়গা দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা নির্মান করে চুক্তি ভিত্তিক ভাড়া দিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ফায়দা লুটছে বলে অভিযোগ উঠেছে । সরকারী জায়গা দখলে নিয়ে স্থাপনা গড়ার পর কর্তৃপক্ষ জবর দখলকারীদের উচ্ছেদের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে কর্তৃপক্ষ দাবি করেছেন । তবে অভিযোগ উঠেছে যে, কতিপয় ভুমি দস্যুর সাথে সরকারী এক শ্রেণীর কর্মকর্তার সখ্যতা থাকায় সমস্যার প্রতিকার পাওয়া যাচেছ না । সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার,মহিষলুটি ,মান্নান নগর, মেসার্স সমবায় তেলপাম্প ২, সমবায় তেলপাম্প ১,খালকুলা, হরিনচড়া বাজারে সরকারী জায়গা প্রভাবশালীরা দখলে নিয়ে অবৈধভাবে স্থাপনা তৈরী করে বাসা বাড়ী ও বিল্ডিং নির্মাণ করেছে। এলাকাবাসিরা জানান, হাটিকুমরুল বন পাড়া মহাসড়কের খালকুলা বাজারে অবৈধ স্থাপনা গড়ে তোলার ফলে জায়গা সংকীর্ণ হওয়ায় গাড়ী পার্কিং এর সময় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে । সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের রোড গোল চত্বর ,হরিণচড়া, দবিরগঞ্জ, খালকুলাবাজার ,মহিষলুটি , মান্নান নগরে কোটি কোটি টাকার সরকারী জায়গা দখল ও অবৈধ স্থাপনা বাসা বাড়ী বিল্ডিং এবং দোকানপাট নির্মাণ করেছে । খালকুলা বাজারে আলহাজ মোহাম্মআদ আ: আজিজ, হাজী ওমর আলী, হাজী আবু তালিব ,মাদারী হাজীসহ অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ সরকারী জায়গা দখল করেভোগ করছেন। কোটি কোটি টাকার এ সম্পাদগুলো এখন সিন্ডিকেট ভুমি দস্যু চক্রের নিয়ন্ত্রণে রয়েছে । সুবিধা হাসিলের জন্য ভুমি দস্যুরা যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের লোক হয়ে যায় । তাই প্রশাসন যতই প্রতিহতের চেষ্টা করুক জবর দখলকারীদের কিছুই করতে পারেনা বরং প্রতিবাদকারী কর্মকতারা ভুমিদস্যু চক্রের কবলে পড়ে নানা হয়রানীর স্বীকার হন বলে এলাকাবাসীরা জানিয়েছেন । কোটি টাকার জায়গা বেদখল হলেও প্রশাসন অসহায় ও নির্বিকার । এব্যাপারে সিরাজগঞ্জ এক্সেঞ্জ ড. আহাদ আলী সরকার জানান, ভুমিদস্যু সিন্ডিকেটদের তালিকা করা হচ্ছে । অপরাধি যে কেউ হোক পার পাবেনা। কতিপয় ভুমি দস্যুরা খুবই শক্তিশালী যার মধ্যে তেলের পাম্পগুলো রয়েছে।তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস তারা পাচ্ছে না । সচেতন মহল ভুমি দস্যু কবল থেকে সরকারী জায়গা মুক্ত করে জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং রাস্ট্রীয় সম্পদ উদ্ধার করতে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ।