স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে একটি সরকারি পুকুর প্রভাবশালীর হাত থেকে রক্ষার জন্য আবেদন করেছেন ওই পুকুরের সুফলভোগীরা।গত সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর লিখিত আবেদনটি জমা দিয়েছেন তারা।
আবেদন সূত্র ও সরেজমিনে জানা গেছে, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের শীতলাই পুকুরটি সরকারি নীতি বহির্ভূতভাবে ৭ বছর ধরে ইজারা দিয়ে আসছিল পুকুরের সাবেক সভাপতি প্রভাবশালী জুলফিকার আলী ভূট্রো। এতদিন নাম মাত্র টাকা সুফলভোগীদের দিয়ে নিজেই সব আত্মসাৎ করেছে সে। দীর্ঘদিন পর স্থানীয় সাংসদের হস্তক্ষেপে সুফলভোগীদের ভোটে ওই পুকুরের সভাপতি নির্বাচিত হন এবাদ আলী। নব-নির্বাচিত সভাপতি নিয়মানুযায়ী নিজেরা মাচ চাষ করতে গেলে অবৈধভাবে বাধা দেয় আব্দুল খালেক নামে এক ইজারাদার। এ সময় সভাপতি এবাদ আলীকে মারধর করে ওই ইজারাদার।
সুফলভোগী মজিবর রহমান, সেকান্দার আলী, নজরুল ইসলাম, আব্দুল কাদের, চায়না খাতুনসহ অনেকে অভিযোগ করেন, সাবেক সভাপতি জুলফিকার আলী ভূট্রো ও ইজারাদার আব্দুল খালেক জোগসাজস করে তাদের পুকুরে মাছ চাষ করতে বাধা দিচ্ছে।
এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে পুকুরটি তিনি পরিদর্শন করেছেন। নিয়ম বহির্ভূতভাবে ইজারা দেওয়ার বিষয়টি তার জানা ছিলনা। সরকারি সম্পদ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হবে।