স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরে অসাজিক কার্যকলাপ বেড়ে চলেছে। দেহ ব্যবসাসহ মাদকে জড়িয়ে পড়েছেন কিশোররা। মোবাইল ফোনে জুড়াসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছেন তরুনরা। অপরদিকে অর্থের বিনিময়ে পতিতা পল্লীতে পরিণত হয়েছে। ইতিপূর্বে চাটমোহর সচেতন মহলের ব্যানারে নিজ বাসা বাড়িতে, ভাড়া বাড়িতে কথিত রমনীদের দেহ ব্যবসার প্রতিবাদে মানববন্ধন করেছেন। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের দাবি জানানো হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর ৮ নং ওয়ার্ডে কথিত স্বামী পরিত্যক্ত মৃত ফজের আলীর স্ত্রী রেহানা খাতুন নানা অপরাধসহ অসাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। সমাজে ঊঠতি বয়সী তরুনদের আনাগোনা বেড়েছে। এলাকাসহ বাহিরের মানুষের অনাগোনা বেড়ে গেছে। প্রচার রয়েছে অর্থের বিনিময়ে কথিত নারী অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। এতে করে কথিত নারী হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।
কথিত নারীর পিছনে রয়েছে এক নেটওয়ার্ক। তারাই মূলত এগুলো নিয়ন্ত্রণ করেন। এলাকার আশে পাশের পতিবেশিরা প্রতিবাদ করলে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে লাঞ্চিত করার উপক্রম করে। এমনই নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে সহজ সরল মানুষকে হয়রানির করা দৃষ্টান্ত রয়েছে। পুলিশ হয়রানি করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। গ্রামবাসী ও সচেতন মহল প্রতিহত করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, বিষয়টি আমি জেনেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।