আমশড়া ইসলামিয়া ডিগ্রী ফাজিল মাদ্রাসার নতুন চার তলা  ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন 

Spread the love
ফারুক আহমেদ, : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আমশড়া  ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২,৯৩,৪৪,৯৬১ টাকার নতুন চার তলা একাডেমিক ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন  করেন  সিরাজগঞ্জ -৬৪ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল  আজিজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ  বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক আমাদের সবায় একাই সূত্রে গাঁথা। আমাদের সবার রাজনৈতিক এক হাওয়া উচ্চিত।
হইতো বা ব্যক্তি হিসেবে আমাদের একে অন্যকে পছন্দ নাও হতে পারে।  মানুষের ব্যক্তি মত বিভিন্ন থাকতে পারে।তাই বলে ব্যক্তিগত রাজনৈতিক রেশ ধরে ধর্মীও কোনো প্রতিষ্ঠানের উপর খাটাতে দেওয়া হবে না। এই প্রতিষ্ঠানের প্রায় ১০বিঘার উপরে পুকুরসহ সম্পাদ আছে  এতে আপনাদের নিজেদের দলাদলির কারণে প্রায় তিন বছর যাবৎ আদালতে মামলা চলছে তার কোন সমাদান করতে পারছেন না আরো জটিল করছেন । আমি দেখেছি পুকুরের ভিতর কোচুরি পানাসহ আগাছাতে ভরপুর হয়ে গেছে।  এতো পুকুুর নয় সে যেন ফুটবল খেলার মাঠ।আপনাদের কারণ  ইহা হয়েছে। আরো আপনাদের কারণে এই প্রতিষ্ঠানটি গত তিন বছরে ১৮ লক্ষের বেশি টাকা  আয় থেকে বঞ্চিত হচ্ছে।  স্বাধীনতার আগের পুুুরাতন অর্থ্যাৎ ১৯৬২ সালের প্রতিষ্ঠ  এই ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসাটা এখন বর্তমানে প্রায় দংসের দারপ্রান্তে পৌছে গেয়েছে কিছু সার্থপর ও সার্থলভী মানুষের কারণে। আমি   কাউকেও ছাড় দেবো না। তিনি হুশুয়ারী উচ্চারণ করে বলেন, আমি  বলছি আগামি একমাসের মধ্যেই আপনারা আপনাদের প্রতিষ্ঠানে যত সমস্যা আছে তা  মিমাংসা করুন তা না হলে আমি নিজেই এর ব্যবস্থা নিব। আমি শুধু আপনাদের খেলা দেখচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের ক্ষতি হতে দেবনা। এই এলাকার জনসাধারণে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে গড়া প্রতিষ্ঠানকে রক্ষা করাই এখন আমার কাজ। আমি এ প্রতিষ্ঠানটিকে দংস হতে দেবনা।  যে এই প্রতিষ্ঠানটির  ক্ষতি করতে চাইবে আমি তাকে দেখবো। তিনি মাদ্রাসার আসবাব পত্র মাঠে মাঠি ভোরাটসহ পাশেই মার্কাজ মসজিদের অনুদানের ওদা দিয়ে আরো  বলেন, বঙ্গবন্ধুই প্রথমে তাবলিক জামাতকে বিদেশে পাঠিয়েছিলেন তাছাড়া বর্তমান মাননীয় প্রধান মুন্ত্রী জনত্রী শেখ হাসিনা ফাজিল কে ডিগ্রী, কামেলকে মাষ্টার্সের মানসহ কাওয়ামি মাদ্রাসার দাওরাহাদিসকে মার্ষ্টাসের মান দিয়ে ছেন। তিনি সব সময় শিক্ষাকে বেশি অগ্রঅধিকার দিচ্ছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হলে তার শিক্ষা,তার কর্মজীবন ও রাজনৈতিক দর্শন জানতে হবে। তার জন্ম না হলে মানচিত্রে বাংলাদেশ স্থান হতো না। তার আদর্শ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। বর্তমান নানা উন্নয়ন মূখী সরকার মসজিদ, মাদ্রাসা,মুন্দীরের উন্নয়নসহ বন্যা, দুর্যোগ ও বর্তমানে করনোর মুখাবেলার সফল  যুদ্ধা জননেত্রী শেখ হাসিনা সকল উদ্দোগ প্রসংশিত।  উক্ত অনুষ্ঠানে উদ্দোধনী বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সলঙ্গা থানার সাবেক সিনিয়র সদস্য ও তাড়াশ উপজেলা দ্বিমুখী উচ্চুবিদ্যালয়ের সিনিয়র মাওলানা শিক্ষক এবং সুইট ইট ভাটার মালিক জনাব আব্দুস সাত্তার মাষ্টার,  তিনি তার উদ্দোধনী বক্তব্য বলেন, আমাদের বাংলাদেশের স্তপতি জাতির জনক বঙ্গ বন্ধু সপ্ন ছিল শিক্ষার উন্নয়ন।  তারি ধারাবাহিকতায় আজ আমশড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ২,৯৩,৪৪,৯৫১ হাজার টাকার নতুন একাডেমিক ভবণের পাকা করণের ফলক ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। তারি ধারাবাহিকতায় বর্তমান আমাদের মাননীয় সংসদ সদস্য  অধ্যাপক ডাঃ আজিজ জনগল্যাণ মূলক কাজ করে যাচ্ছেন ।  মাদ্রাসা মাঠ চত্তরে অত্র মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলিগের সলঙ্গা থানার সিনিয়র সদস্য, সুইট ইটভাটার মালিক  এবং তাড়াশ উপজেলা মাধাইনগর দ্বিমুখী হাইস্কুলের সিনিয়র মাওলানা শিক্ষক জনাব আব্দুস সাত্তার মাষ্টারের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু,  ৩নং ধুবিল ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি মণিরুল জামান মণি মাষ্টার সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা,  ২নং ওয়ার্ড আওয়ামিলীকের সভাপতি আব্দুল বারিক সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা, আরও উপস্থিত থেকে উদ্বোধন করেন আমশড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মিজানূর রহমান,  ধুবিল ইউনিয়নের বার বার চিয়ারম্যান পথপ্রার্থী জনাব আব্দুল করিম রেজা, এবারের মনোনয়ন প্রত্যার্শি ৩নং ধুবিল ইউনিয়নের ভাবি চেয়ারম্যান সাইফুল ইসলাম, এছাড়া বাংলাদেশ আওয়ামিলীগের সকল অংগসংগঠনের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ  প্রমুখ। মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দলমত নির্বিশেষে শত শত মাদ্রাসার পক্ষে সাড়ি বদ্ধ ভক্ত বিন্দু দেখে আবেকে আফরুতো আনন্দে মুগদ্ধ স্থানীয় এমপিসহ উপস্থিত মেহমান বৃন্দ।হাজারও মানুষের উপস্থিতিতে সরগম হয়ে উঠে সন্ধার পর মাদ্রাসা প্রাঙ্গন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD