শরতের ফুল
এম. আব্দুল হালীম বাচ্চু
শরৎ হাওয়ায় উড়ছে যখন
সাদা মেঘের ভেলা
শরৎ বনে চলছে তখন
শরৎ ফুলের মেলা!
সাদা সাদা কাশফুলেরা
নাচছে দুলে দুলে
খবর শুনে শিশুকিশোর
ছুটছে নদীর কূলে।
সকালবেলায় শিউলি কুড়ায়
ছোট্ট খোকাখুকি
কুড়ানো ওই শিউলির ওপর
দিচ্ছে ভ্রমর উঁকি।
চামেলি আর বেলি হাসে
শরতের এই কালে
বিকালবেলায় দোয়েল নাচে
জবা ফুলের ডালে।
রঙিন রঙিন ফুলের শোভায়
অনন্য এ দেশ
শরৎ আমার ফুলের হাসি
রূপের নেইকো শেষ!
ঠিকানা
এম. আব্দুল হালীম বাচ্চু
প্রযত্নে: শ্রী গণেশ দাস, গণেশ লণ্ড্রী, রূপকথা রোড, পাবনা ৬৬০০
মোবাইল নম্বর- 01718613373
|
ReplyForward
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com