আসন্ন ঈদে ট্রেন ও বাস যাত্রা নির্বিঘ্ন করতে ডাব্লিউবিবি ট্রাস্টের ক্যাম্পেইন

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ উদযাপনের জন্য নগরবাসী বাড়ি যায় এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরে আসেন। যাত্রাকালে প্রতিদিন বাস ও ট্রেন স্টেশন প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম ঘটে। অতিরিক্ত যাত্রী চাপ, পরিবহনে শৃঙ্খলার অভাবে, অবাধে তামাকজাত দ্রব্যের ব্যবহার প্রতিনিয়ত যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা সকল নাগরিকের অধিকার।

আসন্ন ঈদে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ২৫ মার্চ ২০২৫ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি)  ট্রাস্ট এবং ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এর উদ্যোগে কমলাপুর রেল স্টেশন ও আরামবাগ বাস স্টেশন প্রাঙ্গনে ক্যাম্পেইন পরিচালনা করা হয় । ক্যাম্পেইন থেকে ট্রেনে পাথর না ছোঁড়া এবং অতিরিক্ত যাত্রী হয়ে পরিহণ ও পারবহণের ছাদে ভ্রমণ না করা, ট্রেনের ভিতরে ময়লা না ফেলা, বাসের জানালা দিয়ে হাত বা মাথা বের না করা, যাত্রাপথে অপরিচিত কারো দেয়া খাবার গ্রহণ না করা, গাড়ি চালকদের নিদ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি না চালানো , শব্দ দূষণ রোধে অযথা গাড়ির হর্ণ বাজানো থেকে বিরত থাকা, গণপরিহণে ধূমপান হতে বিরত থাকা এবং নারী ও শিশুদের সুরক্ষায় আহবান জানানো হয়।

ডাব্লিউবিবি ট্রাস্ট ও আইডাব্লিউবি এর পক্ষ থেকে প্লাটফর্ম ও বাস স্টপেজগুলোতে মাইকিং এর মাধ্যমে যাত্রীসাধারণকে সচেতন করা এবং গণপরিবহনে যাতায়াত নিরাপদ ও সুশৃংখল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD