সিরাজগঞ্জে ধর্ষকের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

Spread the love
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়, মুজিব সড়কে এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্যদের নিয়ে ১৯ মার্চ ২০২৫ তারিখে শিশু আছিয়া খাতুন সহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ বছরের শিশু এবং একই মাসে শাহজাদপুর উপজেলার ৪ বছরের শিশু আপন মামাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সহকারী কনভেনার সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপপরিচালক এনডিপি এবং উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান, মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক পিডাব্লিউডি হুসনে আরা জলি, মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক এমএমইউএস শিরিন ফেরদৌসি, নির্বাহী পরিচালক কেপিইউএস মোঃ আশরাফুল আলম, নির্বাহী পরিচালক এসইউএস মোঃ আব্দুল বাতেন ভূইয়া, মানবাধিকার কর্মী নরেশ চন্দ্র ভৌমিক, এ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, এ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, ম্যানেজার রিচার্জ এন্ড ডকুমেন্টেশন এনডিপি আতিকুর রহমান স্বাধীন, নির্বাহী পরিচালক ইডিপি আবু জাফর খান, ফোকাল পারসন, জেন্ডার কেন্দ্রিয় কমিটি এনডিপি সোমা দাস, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে দৃষ্টি প্রতিবন্ধি মোছাঃ সম্পা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন নির্যাতন ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ এবং অত্যাচার করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া গ্রামের ৯ বছরের শিশু আল্পনাকে পরশী মোহাম্মদ আলী কর্তৃক ধর্ষণের শিকার এবং শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের ৫ বছরের শিশু মোছাঃ সুমাইয়া আপন মামাতো ভাই মোঃ রিশাত হোসেন কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। বক্তাগণ বলেন আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের দেশের নির্যাতনের বিচার কোথায়? আমরা দেখেছি বিভিন্ন সময় খবরে দেখা যায় বিভিন্ন দেশের সরকার নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করেন। কিন্তু আমাদের দেশে নির্যাতনের বিচার হয় তার উল্টা। বক্তারা আছিয়া সহ সকল ধর্ষণ ও নির্যাতনের দোষীদের অবিলম্বে বিচার কার্য সম্পাদন করে ফাঁসির দাবি জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং মানবাধিকার কর্মী শিপন চন্দ্র নাগ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD