ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাপ হাটে আধুনিক মানের গ্রোথ সেন্টার নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু এর সংযোগ সড়ক নির্মাণ করা হবে। উল্লাপাড়া এলজিইডি থেকে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এর নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
জানা গেছে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ হাটটি বহু বছরের পুরানো একটি হাট। সেই শুরু কাল থেকেই সপ্তাহের দুদিন শুক্রবার ও সোমবার হাটবার। এছাড়া প্রতিদিন এখানে সকালে নিয়মিত বাজার বসে। প্রতাপ হাট ও বাজারে আশে পাশের দশ থেকে বারোটি গ্রামের জনগণ বিভিন্ন মালামাল কেনাবেচা করে থাকেন।
উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে প্রতাপ হাটটিতে চারতলা ভবনের ভিত্তিতে একটি আধুনিক মানের গ্রোথ সেন্টার নির্মাণ করা হয়েছে। এটি এখন দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। পুরো ভবন রং করা হয়েছে। এর নির্মাণ ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় এক কোটি ৭৭ লাখ টাকা বলে জানা গেছে।
উল্লাপাড়া এলজিইডি এর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। গ্রোথ সেন্টারটির প্রথম তলায় কিচেন মার্কেট বলতে মাছ, মাংস ও কাচা তরিতরকারীর দোকান বসবে। আর দ্বিতীয় তলায় মনোহারী পণ্যের দোকানপাটসহ অন্যান্য মালামালের দোকান থাকবে।
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন সংযোগ সড়ক নির্মাণের অনুমোদন মিলেছে। এখন টাকা বরাদ্দ পেলে এর নির্মাণ কাজ করা হবে। এর পর উপজেলা প্রশাসনের কাছে এটি বুঝে দেওয়া হবে