স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস- ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১ টায় প্রথমে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা, সাংবাদিক আব্দুল বারী খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু। বক্তাগণ দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় ও নীতি-নৈতিকতা অনুসরণ এবং আইন ও বিধি-বিধান কঠোরভাবে প্রয়োগ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মানববন্ধন ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, নাগরিক প্রতিনিধি ও কলেজ শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মি. আলম।
![](http://www.chalonbeelbarta.com/wp-content/uploads/2024/12/Human-chain-660x330.jpeg)