স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশে “দুঃস্থ নারীদের ক্ষুদ্র ব্যবসা” কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে মুদি ব্যবসার মালামাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে পরিবর্তন এর আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের অনুদানের অর্থায়নে বিনামূল্যে ওই মালামাল বিতরণ করা হয়।
পরিবর্তন এর পরিচালক আবদুর রাজ্জাক রাজু এর সভাপতিত্বে মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান,উপজেলা সমাজসেবা প্রতিনিধি সাবনাম সাকিব পলাশ. পরিবর্তন এর উপ-পরিচালক রোখসানা খাতুর রুপা ও সমন্বয়কারী মো: ইসহাক আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপকারভোগী ৮ জন দুঃস্থ নারীর মাঝে ক্ষুদ্র ব্যবসার বিভিন্ন মুদি মালামাল বিতরণ করেন । উল্লেখ্য, পরিবর্তনকে উপরোক্ত অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে ৩১ হাজার টাকা বাৎসরিক অনুদান প্রদান করা হয়েছিল।