*রাঙা ঠোঁটর হাসি *
কবি সাংবাদিক ডাঃ আমজাদ হোসেন মিলন
প্রিয়সী তোমার ঠোঁটে আলতা
ডোগার পড়ে ফোটা,
গালে মেখে শত রঙ
কানে ঝুনক লতা।
বেনারশী শাড়ী পড়ে
কার অপেক্ষায় ওগো,
হৃদয় পাতায় স্মৃতি মেখে
সপ্নরাজ্যে থাকো।
যেদিন তুমি আমার ছিলে
সুধুই আমার প্রানে,
তোমার স্মৃতি আর কতকাল
পুষে রাখবো এ মনে।
হাসনা হেনা সমরাহে প্রিয়া
দাড়িয়ে যখন থাকো,
চোক্ষ দুটি বেধে তবে
হাত ছানিয়ে ডাকো।
আকাঁবাকাঁ পথ পেড়িয়ে
রাঙা পায়ে হাটো,
হস্ত দুটি রঙ্গিন করতে
মেহেদী পাতা বাটো।
কলঁশী কাকে পুকুর ঘাটে
জল আনতে যাও,
প্রিয়ার খোজে কাজল চোখে
বারেক ফিরে তাকাও