বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর গোনাইহাটি ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনি পদত্যাগ করেছেন। গত রবিবার দুপুরে মাদ্রাসা অধ্যক্ষের অফিস কক্ষে তিনি পদত্যাগ করেন। সকাল ১০ টার সময় থেকে মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন। পরে তিনি আন্দোলনের মুখে দুপুর ১:৩০টার সময় পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বর্হিভূতভাবে পরীক্ষার ফি আদায় ও নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।