মাদকের বিরুদ্ধে
হাবিবুর রহমান হেলাল
হে বীর নওজোয়ান আজ
মাদক করো দূর,
বাংলা হবে মাদক মুক্ত
এটাই মোদের সুর।
মাদক হইতে মানব সাবধান
এতে আছে ক্ষতি,
মাদক সেবনে নষ্ট দেহ থাকবে নাহি গতি।
মাদক মানে মরণ ব্যাধি
ধোঁয়ায় শরীর ক্ষয়,
এসো সবাই মিলে সচেতন হই
মাদক হবে পরাজয়।
মাদক সেবন দুঃখের জীবন
আমরা সকলে জানি,
মাদক সেবনে একদিন ভুক্ততে হবে
টানতে হবে কষ্টের ঘানি।
আজ স্লোগান শুনি সবার মুখে
মাদক হবে শেষ,
ছাত্র সমাজ মাদকমুক্ত গরবো মোরা
সোনার বাংলাদেশ।