শকুন্তলা হতে চান প্রভা

Spread the love

বিনোদন: ভোরের আমরা ‘প্রভা’ বলি। জনপ্রিয় অভিনেত্রী প্রভার নানি খুব আদর করে প্রভার নামটি রেখেছেন। নিজের নামটি পছন্দও করেন প্রভা। সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন তিনি। ঈদে প্রভা অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়। নাটক নিয়ে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। মডেলিং দিয়ে যার ক্যারিয়ার শুরু, এখন তিনি কেন বিজ্ঞাপন করছেন নাÑএমন প্রশ্ন করতেই প্রভা বলেন, ‘আমি অভিনয় করতে অনেক ভালোবাসি। কিন্তু আমি আমার অভিনয়ে এখনো সন্তুষ্ট হতে পারিনি।’
অনেক চরিত্রে অভিনয় করেছেন, এমন কোনো চরিত্র আছে কি যেটার প্রতি আপনার ভালো লাগা কাজ করে? প্রশ্ন শুনে প্রভা ঝটপট বলেন, ‘শকুন্তলা, কখনো যদি সুযোগ পাই তা হলে আমি নিজে শকুন্তলা হতে চাইব। শকুন্তলা আমার প্রিয় একটি চরিত্র।’
আপনি শহরে বড় হয়েছেন? গ্রামের চরিত্রগুলো কীভাবে পর্দায় ফুটিয়ে তোলেন?
প্রভা বলেন, ‘আমার বাবা আমাদের দুই ভাইবোনের স্কুল ছুটি হলে গ্রামে দাদু বাড়িতে নিয়ে যেত। ছুটি পেলে যেমন আমরা দেশের বাইরে ঘুরতাম, ঠিক তেমনি গ্রামের বাড়ি শরীয়তপুরেও চলে যেতাম। গ্রামে গিয়ে খুব ছোটাছুটি করতাম। আমরা দুই ভাইবোন গাছে উঠতে জানি, সাঁতার জানি; গ্রামের ছেলেমেয়েরা পানি দিয়ে যত ধরনের খেলা খেলতে পারে, সেটাও জানি। আমার মনে আছে, মোশাররফ ভাইয়ের সঙ্গে একটা গ্রামের গল্পের নাটকের শুটিং করছিলাম। শুটিংয়ের দৃশ্যে শাপলার মালা তৈরি করতে হবে। আমি নিজে বিল থেকে শাপলা তুলে নিয়ে এসে মালা বানিয়েছিলাম। এটা দেখে মোশাররফ ভাই খুব অবাক হয়েছিলেন। তিনি আমার কাছ থেকে এটা প্রত্যাশা করতে পারেননি। একপর্যায়ে তিনি বললেন, ‘তোর মধ্যে এত বৈচিত্র্য কেন?’
শুধু নাটক নয়, চলচ্চিত্রেরও প্রস্তাব পাচ্ছেন প্রভা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে একটা মেয়ের জীবনের গল্প থাকবে, জার্নি থাকবে এবং অবশ্যই গল্পটাও হতে হবে অনেক মিষ্টি। এ ধরনের গল্পের জন্য অপেক্ষা করছি।’
অভিনয়ে পারদর্শী প্রভা ভালো গানও গাইতে পারেন। ছোটবেলায় গান শিখতেন তিনি। তাঁর মা-বাবার খুব ইচ্ছে ছিল, মেয়ে একটি হলেও যেন গানের অ্যালবাম বের করে। প্রভা ছোটবেলায় শিক্ষকের কাছে গান শিখতেন ঠিকই, কিন্তু হোমওয়ার্ক করতে খুব অপছন্দ করতেন বলে জানান তিনি। গান নিয়ে প্রভার বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে মা-বাবার ইচ্ছার কথাও মাঝেমধ্যে ভাবেন তিনি। গান নিয়ে আলাপ করতে করতে প্রভা গাইতে শুরু করলেন মৌসুমি ভৌমিকের গাওয়া প্রিয় একটি গান, ‘আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দীগন্ত ছুঁয়ে এসেছ…’।
এত সুন্দর কণ্ঠ! গানের অ্যালবাম বের করবেন নাকি? প্রভা বললেন, ‘দেখা যাক!’

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD