সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

Spread the love
‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’-প্রতিপাদ্য সামনে নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণ গ্রন্থাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম নূর, সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরীয়ান পূর্ণিমা ডালু, জুনিয়র লাইব্রেরীয়ান মো. সজীব আহম্মেদ ও লাইব্রেরি এ্যাসিসটেন্ট মো. মিজানুর রহমান, ভ্রাম্যমান লাইব্রেরির লাইবেরি কর্মকর্তা আল মামুন, বীর মুক্তিযোদ্ধা  আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, আব্দুল লতিফ গণ পাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয় প্রমূখ ।আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি ও বইপাঠের প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD