আবুল কালাম আজাদ
হালিদা হেলথ সেন্টার( সুর্যের হাসি ক্লিনিক) ক্লিনিক নাটোরের গুরুদাসপুর উপজেলা শাখার কর্মসুচির অবহিতকরন, পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় এবং পরিচালনা কমিটি গঠন করা হয়।গুরুদাসপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল সংলগ্ন হালিদা হেলথ সেন্টার কার্যালয়ে বুধবার বেলা ১১টায় অধ্যক্ষ(অবঃ) রসুল উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রকল্পের কর্মসুচির বিষয়ে অবহিত করে স্বাগত বক্তব্য দেন ক্লিনিক ম্যানেজার হাসানুজ্জামান।আরও বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি,ডঃ সামসুজ্জোহা সরকারি কলেজের শিক্ষক নাসরিন সুলতানা চৌধুরি,চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ,সম্পাদক এমদাদুল হক,উপদেষ্টা(সাবেক সভাপতি) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং বড়াইগ্রাম হালিদা সেন্টারের ক্লিনিক ম্যানেজার আব্দুররউফ।আলোচনা শেষে ক্লিনিকের চলমান কর্মসুচির পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধ্যক্ষ রসুল মৃধাকে সভাপতি করে একটি কর্যনির্বাহী কমিটি গঠন করা হয়।