স্টাফ রিপোর্টার : ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকালে তাড়াশ উপজেলা হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম ডিজিটাল মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। ব্রিফিংএ জানানো হয়, ৯ নভেম্বর দিনব্যাপী মেলার আয়োজনে অত্র উপজেলা পরিষদ চত্বরে বিচিত্র ক্যাটাগরিতে প্রায় ৩০টি স্টলের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তরের ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করা হবে। দিনের কর্মসূচিতে রয়েছে শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালী, স্টল পরিদর্শন, কুইজ প্রতিযোগিতা, স্থানীয় উদ্ভাবনী উদ্যোগসমূহ উপস্থাপন, প্যাভিলিয়ন ও স্টল মূল্যায়ন, আলোচনা সভা ,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ইত্যাদি। প্রেস ব্রিফিং এর সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন। সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু সহ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এতে যোগদান করেন।