দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ৬৪ জনের মৃত্যু নিখোঁজের ঘটনায়:

 মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর শোক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে

 ২৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখ দুপুরে পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৬৪ জনের মৃত্যু ও আনুমানিক ১৮ জন নিখোঁজের ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীরভাবে শোকহত এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে আইনানুগ শাস্তি প্রদান করার দাবি জানাচ্ছে।সংবাদ সূত্রে জানা যায়, পঞ্চগড়ে করতোয়া নদীতে রোববার দুপুরে ঘটে যাওয়া নৌকাডুবির ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয় ও আনুমানিক ১৮ জন নিখোঁজ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানান,  আসছে সারদীয় দূর্গাপুজাকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষে ও শিশুরা মহালয়া উপলক্ষে এক ধর্মসভার আয়োজনে অংশগ্রহণের জন্য বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপর পাড়ে) শ্যালো মেশিন চালিত একটি নৌকায় করে যাচ্ছিলেন। মাত্রাতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি নদীর মাঝপথে উল্টে যায়। ঘটনায় পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ (বিশ) হাজার টাকা দেওয়াসহ আহতদের চিকিৎসায় যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সারদীয় দূর্গাপুজার প্রাক্কালে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা সবার মাঝে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। এ ঘটনা প্রথম বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি অভাব ও উদাসিনতার কারণে মানুষ এ ধরণের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাধারণ জনগণের যাত্রাপথে নিরাপত্তা বিধানে যে নিয়মনীতি আছে তার যথাযথ প্রয়োগে যেন আর কোন অবহেলা না হয়, তা দেখার দায়িত্ব যাদের সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। একইসাথে এমএসএফ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD