সিরাজগঞ্জ তাড়াশে দুইজন শারীরিক প্রতিবন্ধীর হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।মানবতার কাজে সবার পাশে এই শ্লোগানকে সামনে নিয়ে গত ২১ সেপ্টেম্বর বুধবার স্বেচ্ছাসেবি সংগঠন ভিলেজ ভিশন বাংলাদেশ এর আয়োজনে হুইলচেয়ার দুটি বিতরন করা হয়। অর্থায়নে আবু মনসুর ও লুৎফন্নেছা খান ফাউন্ডেশনের পক্ষে মোহাম্মদ লোদী ও সোনালী লোদী।তত্ত্বাবধানে প্রচেষ্টা সবার জন্য পরিচালক শাহবাজ খান সনি শাহজাদপুর।চেয়ার গুলো তুলে দেয়া হয় তাড়াশ উপজেলা খুটিগাছা পুর্বপাড়ার ভ্যান চালক মাহাবুব হোসেনের ৮ বছর বয়সী প্রতিবন্ধী রিফাত হোসেনকে ও ঘর গ্রাম বধুনীলির পূর্ব পাড়া গ্রামের আবু বকরের ২৪ বছর বয়সী মেয়ে জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী শিরিন খাতুনকে একটি করে হুইলচেয়ার দেয়া হয় । প্রচেষ্টা সবার জন্য এযাবৎ ২৪টি হুইলচেয়ার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়। হুইলচেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন শাহজাদপুর থেকে আগত ডোনারের প্রতিনিধি প্রচেষ্টা সবার জন্য পরিচালক শাহাবজ খান সনি ও ভলান্টিয়ার, ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার ও ভলান্টিয়ার বৃন্দ।
