বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসে সংযোগ তার সংকটের কারণ দেখিয়ে গ্রাহকদের কাছে থেকে সংযোগ তারের অর্থ আদায় করা হচ্ছে । পবিসের কোন পরিপত্র ছাড়াই গত ৪ মাস যাবত সংযোগ ফি প্রদানে তারের মুল্যবাবদ অতিরিক্ত ২ হাজার থেকে ২ হাজা ৪শ টাকা আদায় করা হচ্ছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানের (ডি.জি.এম) নিরাপদ দাশ সংযোগ তারের অর্থ আদায় করার কথা স্বীকার করে বলেন বৈশিক সমস্যার কারণে সংযোগ তারের সংকটে গ্রাহকদের তার কিনে দেওয়ার শর্তে সংযোগ দেওয়া হচ্ছে ।
সরজমিনে ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার শিলংদহ গ্রামের আলহাজ আলী, গুরমা গ্রামের আরিফুল ইসলাম জানান ১শত ফুট দুরত্বের জন্য ২ হাজার টাকার তারের মুল্য বিদ্যুৎ অফিসের সামনের একটি দোকানে পরিশোধ করে ক্যাশ মোমো আবেদনের কাগজের সঙ্গে জমা দেওয়ার পরে সংযোগ পেয়েছেন । সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, তাড়াশ উপজেলায় ৫ শতাধিক গ্রাহকের কাছ থেকে পবিসের কোন পরিপত্র ছাড়াই গত ৪ মাস যাবত সংযোগ ফি প্রদানের অতিরিক্ত ২ হাজার থেকে ২ হাজা ৪শ টাকা আদায় করা হয়েছে । সংযোগ ফি ৬শত ৯০ টাকা হলে ও তারের মুল্যবাবদ গ্রাহকদের কাছ থেকে ৩-৪ হারের অতিরিক্ত ২ হাজার থেকে ২ হাজা ৪শ টাকা আদায় করা হচ্ছে । পরিপত্র ছাড়া অর্থ আদায়ের বিষয়ে গ্রাহকরা প্রতিবাদ করে কোর প্রতিকার মিলছে না । তার সংকট কবে শেষ হবে অতিরিক্ত টাকা ছাড়া গ্রাহক সংযোগ পাবেন এ বিষয়ে মিলছে কোন সদুত্তর । সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানের (ডি.জি.এম) নিরাপদ দাশ সংযোগ তারের অর্থ আদায় করার কথা স্বীকার করে বলেন বৈশিক সমস্যার কারণে সংযোগ তারের সংকটে গ্রাহকদের তার কিনে দেওয়ার শর্তে সংযোগ দেওয়া হচ্ছে । তার সংকট কবে শেষ হবে অতিরিক্ত টাকা ছাড়া গ্রাহক সংযোগ পাবেন এ বিষয়ে কোন ডি,জি,এম নিরাপদ দাশ বলেন কত দিন পরে সংযোগ তার পাওয়া যাবে বলতে পারছি না ।