সাব্বির আহম্মেদ : সিরাজগঞ্জের তাড়াশে চলতে অক্ষম হৃদয় হোসেন একটি হুইল চেয়ার পেয়ে আনন্দে কেদে বুক ভাসালেন। তার কান্না স্পর্শ করে সবার হৃদয়। ফলে কাদলেন উপস্থিত সবাই। এমন একটি ঘটনা ঘটেছে গত বুধ বার উপজেলার পেঙ্গুয়ারী গ্রামে।
জানাগেছে ওই গ্রামের চলতে অক্ষম হৃদয় হোসেনকে বে -সরকারী সংস্থা ভিলেজ ভিশন বাংলাদেশ একটি হুইল চেয়ার প্রদান করে। এতে ্ওই ব্যাক্তি অবেগ আপ্লুত হয়ে হাউ মাউ করে দীর্ঘ সময় কাদেন। তার কান্নায় উপস্থিত সবার চোখে জল আসে।
ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন, চলতে অক্ষম এক জন মানুষ চলার সহযোগী যন্ত্র পেয়ে এত আবেগ আপ্লুত হয় আমার জানা ছিল না। আজকের এ ঘটনা আমাকে মানুষের জন্য কাজ করতে আনেক বেশী আনুপ্রানীত করবে। তিনি আরও বলেন, বিশেষ চাহিদা সম্পূন্ন মানুষদের প্রতি অনুভূূতি জাগ্রত হোক সমাজের সকল বিত্তশালীদের মনে।