হে পিতা
(জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবের উদ্দেশ্যে)
আবুল কালাম আজাদ।।
তুমি দুরন্ত
তুমি ভয়হীন চেতনা।
তুমি অগ্নিবীনা
বিদ্রোহী নিজরুলের দামামা।
তুমি আপোষহীন
তুমি চেতনা
তুমি আশার স্বপ্নবোনা।
তুমি মহাকাশ
তুমি মহা সমুদ্র
তুমি সিমাহীন আশার আলো।
তুমি শোষিতের আশ্রয়
তুমি নিপিড়িতের অভয়।
তুমি শোষকের হুংকার
তুমি মানবতার অহংকার।
তুমি বীর, তুমি নির্ভয়
তুমি অপরজেয় বিজয়ী
তুমি স্বাধিনতা
তুমি উন্নত শীর।
তুমি চিরঞ্জীব
তুমি ভাস্বর
তুমি অমর
তুমি মহা বিশ্বের অপরাজিত নেতা।
তুমি বাংগালির,সারা বিশ্বের
তুমি বাংলার মানচিত্র
তুমি লালসবুজের পতাকা
তুমি জাতির স্রষ্টা।
তুমি সার্বভৌম
তুমি আমার গর্ব
তাইতো আমি গর্বিত -হে পিতা।।
# আবুল কালাম আজাদ,গুরুদাসপুর,নাটোর
০১৭২৪ ০৮৪৯৭৩ # ১/৮/২০২২#