তাড়াশে রাধাগোবিন্দ নাট মন্দিরে ৫ দিনব্যাপী ঝুলন উৎসব

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

তাড়াশে রাধাগোবিন্দ নাট মন্দিরে ৫ দিনব্যাপী ঝুলন উৎসবইতিহাস ঐতিহ্যের স্মৃতি বহনকারী সিরাজগঞ্জের তাড়াশে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে পাঁচ দিনব্যাপী ঝুলন উৎসব উদযাপিত হচ্ছে। রবিবার (৮ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে এ ঝুলন উৎসব।

তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ  জানান, মন্দিরটি প্রতিষ্ঠা করেন তাড়াশের চৌধুরাই তাড়াশ জমিদারির প্রতিষ্ঠাতা জমিদাররা। সময়টা নবাবি আমল। পরবর্তীতে ইংরেজরা রাষ্ট্রক্ষমতা দখল করলে তাড়াশ জমিদারির আরো শ্রীবৃদ্ধি ঘটে। ইংরেজরা খুশি হয়ে জমিদার বনওয়ারি লালকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। জানা যায়, এ জমিদার বংশের অনন্য কীর্তি ১৯০৬ সালে তাড়াশে স্কুল প্রতিষ্ঠা, পাবনায় বনমালী ইনিস্টিউট ও তাড়াশ ভবন নির্মাণ, পাবনা এডওয়ার্ড কলেজ নির্মাণের জন্য এককালীন এক লাখ দান, সিরাজগঞ্জ সরকারি বিএল স্কুল নির্মাণ, সরকারি সালেহা ইসহাক গার্লস স্কুলের একটি ভবন নির্মাণ, পাবনার বনয়ারী নগর ফরিদপুর পত্তন ও বৃন্দাবনে তীর্থযাত্রীদের জন্য তাড়াশ সত্র নির্মাণ উল্লেখযোগ্য।তিনি আরো বলেন, পরবর্তীতে এ জমিদারি তিন তরফে ভাগ হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হলে এরা ভারতে পাড়ি জমান। তাদের প্রবর্তিত ঝুলন উৎসব এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে, তা মাসব্যাপী হতো। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি সঞ্জিত  কর্মকার।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD