জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তাড়াশে সংবাদ সম্মেলন

Spread the love

আরিফুল ইসলাম : নিরাপদ মাছে ভরবো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জ জেলার তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য অফিসার মো. মশগুল আজাদ স্থানীয় সংবাদকর্মীদের সাথে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মশগুল আজাদ বলেন, ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনকালে অবৈধ চায়নিজ দুয়ারী, মশাড়ি জাল দিয়ে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখ্য, বিগত বছরগুলোর মতো এবারেও তাড়াশ উপজেলা মৎস্য অধিদপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আছে : সংবাদ সম্মেলন/মত বিনিময়, মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার, র‌্যালী ও আলোচনা সভা, সফল মৎস্য চাষী/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্যজীবিদের সাথে মতবিমিয় সভা, মোবাইল কোর্ট পরিচালনা,মঃস্য চাষীদের পরামর্ণ সেবা প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষা , প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ ইত্যাদি। সম্মেলনে সুপারিশমূলক বক্তব্য রাখেন সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু , তাড়াশ প্রেস ক্লাব সভাপতি এবং সম্পাদক সনাতন দাশ ও শাহেদ খান, তাড়াশ মডেল প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তফা ও সাংবাদিক খন্দকার আব্দুল বারী প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD