সিরাজগঞ্জ প্রতিনিধি:
চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখকে জেলহাজতে পাঠিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন প্রামানিক এ আদেশ দেন বলে ওই আদালতের পেশকার শামীম হোসেন জানান।
তিনি বলেন, রাজীব শেখ উচ্চ আদালতের দেয়া অস্থায়ী জামিনে ছিলেন। স্থায়ী জামিনের জন্য আবেদন করে আদালতে হাজির হলে বিচারক তা না নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলার সূত্রে জানা যায়, গত বছর শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নে নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা শ্রমিক নেতা মোক্তার হোসেন এবং আওয়ামীলীগ নেতা রাজীব শেখসহ কয়েকজনের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। এরই জেরধরে চলতি বছরের ১৪ এপ্রিল শ্রমিক নেতার ছেলে মামুন হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করা হয়। এ ঘটনায় আহত মামুনের মা মনোয়ারা খাতুন বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতে ১৯ এপ্রিল মামলা দায়ের করেন। মামলায় রাজীব শেখসহ ১৮জনকে আসামী করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ মামলাটি তদন্ত করছেন। এ মামলাটি শাহজাদপুর আমলী আদালতে বিচারাধীন থাকার কথা থাকলেও আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে সিরাজগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়েছে।