অধ্যাপক ফজলুর রহমান
আসলো ফিরে বছর ঘুরে উৎসর্গের দিন
সবাই তখন ব্যস্ত থাকে কিনবে কোন দিন।
গরু না-কী খাসী কিনবে নেশায় থাকে ওরা
এমনিভাবে হাট বাজারে ঘুরে ফেরে তারা।
আশে পাশের হাটগুলোতে পায়না যদি সারা
দুর দুরান্তে কিনতেও তাই দ্বিধা কওে না তারা।
কেউ বা ভাবে আমারটা হবে সুন্দর সাইজ মত
কেউ বা আবার মাংসের নেশায় যোগ বিয়োগে রত ।
এমনি করে কাটতে থাকে তাদের খুশির দিন
ভাবে সবাই কোরবানী হলো মাংস খাওয়ার দিন।
ফ্রিজে ভরে অনেকে আবার পার করে বহু প্রহর
কেউবা আবার এক বেলাতেই শেষ করে দেয় বছর।
মনের ভুলেও ভাবে না তারা কোরবানীটার অর্থ
কোরবানী হলো আত্মত্যাগের, নৈকট্য লাভের শর্ত।
“আল্লাহ বলেন, পৌঁছে না তাদের রক্ত-গোশত-খাওয়া
তাঁর কাছে পৌঁছে কেবল তোমাদের তাক্ওয়া।”