স.ম আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শনিবার সকাল ১১.১২ মিনিটে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় চত্তত্ব থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আলমাজি জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়ের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শুরু হয়। অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ কলেজ, ধানগড়া উপজেলা সদর মহিলা কলেজ, রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয়, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। এছাড়াও বিভিন্ন এন.জি.ও, সরকারি ও বে-সরকারি স্বায়িত্ব শ্বাসিত প্রতিষ্ঠান র্যালীতে অংশগ্রহণ করেন।