গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) ওই উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ, সহকারী শিক্ষক মোছা. ওয়ালিদা শাহরিয়ার প্রমুখ।
সম্মানীত অতিথীরা বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহনের জন্য আহব্বান জানান। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সামীয়া সুবর্ণা অরিন, সাদিয়া আফরিন নিশাত ও শাহারিয়ার হোসেন এবং ১০ম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকুর শাকিব, মো. রেদোয়ান ও সানজিদা আক্তার নিভা।#