উল্লাপাড়ায় কৃষিতে গুরুত্ব দিয়ে বড় নদী পুনঃখনন

Spread the love

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় নদী খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে ৷ কৃষি ব্যবস্থায় গুরুত্ব দিয়ে বড় নদী নামের খালটি পুনঃখনন করা হয়েছে ৷ বিএডিসি উল্লাপাড়া জোন এর আওতায় উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের ত্রিমোহনী ব্রীজ এলাকা থেকে উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রাম ব্রীজ পর্যন্ত ৬ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ প্রায় ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের কাজ এরইমধ্যে শেষ হয়েছে ৷ এতে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় এক কোটি পচিশ লাখ টাকা বলে জানা গেছে ৷
গত ৭ মার্চ ত্রিমোহনী এলাকায় বড় নদী খালটি পুনঃখনন কাজের উদ্বোধন ও শুরু করা হয় ৷ বিএডিসি ( সেচ বিভাগ) সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাজুদ আলম , বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন , উধুনিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু , বিএডিসি উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান উপস্থিত ছিলেন ৷ জানা গেছে সিডিউল মোতাবেক ৬ (ছয়) ফুট গভীরতায় এবং তলায় ৬৫ (পয়ষ্ট্রি ) ফুট ও উপরে ১২০ ( এক শত বিশ ) ফুট চওড়া করে খালটি পুনঃখনন করা হয়েছে
বিএডিসি উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান বলেন উপজেলার পশ্চিমাঞ্চলের দু’টি ইউনিয়ন এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটি পুনঃখননের ফলে উধুনিয়া , চক পাঙ্গাসী , খাদুলী , আগদিঘলগ্রাম , পাচ দিঘলগ্রাম গারেশ্বর বেলাই , ফাজিলনগর , বিনায়েকপুর , চয়ড়া , দত্তখারুয়া , পংখারুয়া , বাগমারা , পশ্চিম মহেষপুরসহ আরোও অনেক ক’টি গ্রাম এলাকার কৃষি জমির জলাবদ্ধতা আর হবে না ৷ এলাকার বিভিন্ন মাঠের বন্যার পানি দ্রুত নিস্কাশনে আগাম করে সরিষা ফসলসহ বিভিন্ন ফসলের আবাদ করা যাবে ৷ কৃষিতে প্রায় দশ হাজার হেক্টর জমিতে উপকার হবে বলে জানানো হয় ৷ এছাড়া পুনঃখনন করা খালটি আদর্শ জলাধার হিসেবে বিবেচিত হবে ৷ এলাকার কৃষকের ফসলের আবাদে সেচ সুবিধায় চাহিদার ভিত্তিতে বিএডিসি পানাসি প্রকল্পে এক কিউসেক এলএলপি ও এক দশমিক পাচ কিউসেক সোলার এলএলপি পাম্প বসানোর মাধ্যমে আধুনিক সেচ সুবিধা বাড়ানো যাবে বলে জানানো হয়

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD